আপনি কি অ্যাসপিরিন(Aspirin) খান ? তাহলে সাবধান । নতুন গবেষণা জানাচ্ছে, অ্যাসপিরিন হৃদযন্ত্রের সমস্যা অন্তত ২৬ শতাংশ বৃদ্ধি করে । ইএসসি হার্ট ফেলিওর জার্নালে(ESC Heart Failure Journal) এই সংক্রান্ত একটি গবেষণা প্রকাশিত হয়েছে ।
হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে এমন ৩০ হাজার ৮২৭ জনকে নিয়ে একটা গবেষণা করা হয়েছিল । যাঁদের গড় বয়স ৬৭ বছর । অ্যাসপিরিনের ব্যবহার ও হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনা নিয়ে গবেষণায় করা হয় । সেক্ষেত্রে মদ্যপান(Alchohol Use), ধূমপান(Smoking), বডি মাস ইনডেক্স(Body Mass Index)-সহ বিভিন্ন লিঙ্গের মানুষ ও তাদের রক্তচাপ(Blood Pressure), কোলেস্টেরল(Cholesterol), ডায়াবেটিস(Diabetes) ইত্যাদি নিয়ে পরীক্ষা করা হয়েছিল ।
তাদের মধ্যে ৭ হাজার ৬৯৮ জনকে অ্যাসপিরিন দেওয়া হয়েছিল । যা ৩০ হাজার ৮২৭ জনের ২৫ শতাংশ । দেখা যায়, এই ৭ হাজার ৬৯৮ জনের মধ্যে ১ হাজার ৩৩০ জনই হৃদরোগে আক্রান্ত হয়েছিল ।
সেক্ষেত্রে গবেষণার ফলাফলে দেখা যাচ্ছে, যাঁরা অ্যাসপিরিন গ্রহণ করে, তাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে । আর যাঁরা এই ওষুধ ব্যবহার করে না, তাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায় ।