আমি ভীষণ ভালবাসতাম আমার মা-কে
-কখনও মুখ ফুটে বলি নি।
টিফিনের পয়সা বাঁচিয়ে
কখনও কখনও কিনে আনতাম কমলালেবু
-শুয়ে শুয়ে মা-র চোখ জলে ভ’রে উঠত
আমার ভালাবাসার কথা
মা-কে কখনও আমি মুখ ফুটে বলতে পারি নি।
সুভাষ মুখোপাধ্যায়ের যেন আমাদের হয়েই লিখে গিয়েছেন এমন এক কবিতা। মায়েদের ভালবাসি, সে কথা বলার মতো জড়তা আমাদের অনেকেই কাটাতে পারিনা সারাজীবন। তা-ই বোধহয় আলাদা করে একটা দিন রাখা হয়েছে মায়েদের জন্য। ক্যালেন্ডার মেনে আজ সেই দিন, মাদার্স ডে।
ভারতে এই দিনটি উদযাপন করা হয় প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবারে। গ্রেট ব্রিটেনে আবার মাদার্স ডে মার্চ মাসের চতুর্থ রবিবার। গ্রিসে প্রতি বছর ২ ফেব্রুয়ারি পালন করা হয় 'মাদার্স ডে'।
তবে, এর ইতিহাস বেশ পুরনো। ১৯০৮ সালে অ্য়ানা জার্বিস নামের এক মার্কিন মহিলা তিন বছর আগে প্রয়াত হওয়া তাঁর মায়ের স্মৃতিতে প্রথম উদযাপন করেন এই দিনটি। ১৯১৪ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন এই দিনটিকে 'জাতীয় ছুটির দিন' হিসেবে ঘোষণা করেন।
একটা দিনে কী বা আসে যায়, তবে ভালবাসা জানানোর জন্য একটা ছুতো যদি থাকে, থাকুক না। সব মায়েদের জন্য, অথবা মা না হয়েও মায়ের মতো মনের মানুষগুলোকে শুভেচ্ছা, কুর্নিশ।
তবে পিতৃতান্ত্রিক সমাজে আবার এই 'মায়ের মতো' শব্দবন্ধ দিয়েই মায়েদের ওপর জোর করেই চাপিয়ে দেওয়া হয় নানান শর্ত, নানান মডেল কোড অফ কন্ডাক্ট। পান থেকে চুন খসলেই তখন সেই সব মায়েদের গায়ে কলঙ্ক চাপিয়ে দেওয়া, এসব বড় চেনা এই সমাজে। মাতৃসত্ত্বা খুব সুন্দর, তবে সেই সত্ত্বার বহিঃপ্রকাশ সমাজ কেন ছকে বেঁধে দেবে চিরকাল? কেন সেই ছক ভাঙলেই মা আর 'আদর্শ' নন?
কথা বলে 'মায়ের জাত', এই জাতের ধর্ম কি? মা মানেই আদর্শ? মা মানেই সন্তান অন্ত প্রাণ? নাকি মায়েদেরও নানান চরিত্র থাকে, সময় বিশেষে প্রকাশ পায় চরিত্রের নানান দিক। ৩ বাঙালি পরিচালকের ছবির মায়েদের নিয়েই আজকের আলোচনা।
সত্যজিতের ছবি, বিভূতিভূষণের উপন্যাস অবলম্বনে, সেখানে মা সর্বজয়া আদর্শ মা, কিন্তু অপুর। ভাইবোনের দোষে দু'জনের ক্ষেত্রে সবসময় একই আচরণ ছিল সর্বজয়ার? দুর্গার ক্ষেত্রে সর্বজয়া কি একটু বেশি রুঢ় নয়? অপুর প্রতি প্রশ্রয় বেশি, সে ছোট বলে, না পুত্রসন্তান বলে?
নন্দিতা-শিবপ্রসাদের ছবি ইচ্ছে। সেখানে মা ছেলেকে নিয়ে অন্ধ, মায়ের জীবন ছেলে-কেন্দ্রিক। শৈশব পেরিয়ে, কৈশোর-তারুণ্যেও ছেলেকে আগলে রাখতে চান মা। ছেলের জন্য পরিস্থিতি হয়ে ওঠে দম বন্ধ করা।
সঞ্জয় নাগের ছবি মেমোরিজ ইন মার্চ মা-ছেলে সম্পর্ক নিয়েই। কিন্তু একসঙ্গে দুজনকে পর্দায় দেখা যায়নি কখনও। ছেলের মৃত্যুর পর পুত্র শোকের চেয়েও বেশি মাকে ধাক্কা দেয় ছেলের সমকামীতা।
আদর্শ 'মা' বলে আদৌ কিছু হয় কী! সন্তানকে নিয়ে বাৎসল্য, দুশ্চিন্তার ধরণটুকু অধিকাংশ ক্ষেত্রেই চেনা চেনা ঠেকে, এটুকুই। আন্তর্জাতিক মাতৃ দিবস সকল মায়েদের জন্যই। দোষ গুণ মিলিয়ে রক্ত মাংসের মায়েরা যেন সুস্থ থাকেন, শুধু মা হয়ে নয়, মানুষ হয়ে।