তৃণমূলে(TMC) যোগ দিলেন গোয়ার(Goa) প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এনসিপি বিধায়ক আলেমাও চার্চিল(Alemao Churchill)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(CM Mamata Banerjee) উপস্থিতিতেই তৃণমূলে(TMC) যোগ দেন এই এনসিপি(NCP) বিধায়ক।
বেশ কিছুদিন আগেই তৃণমূলে(TMC) যোগ দিয়েছিলেন গোয়ার আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো(Luizinho Feleiro)। তারপর তাঁকে রাজ্যসভার সাংসদ করে তৃণমূল(TMC)। এর আগে প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজ(Leander Paes) এবং কংগ্রেস(INC) নেত্রী নাসিফা আলি(Nasifa Ali) তৃণমূলে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে। তবে আলেমাও যোগ দেওয়ার ফলে গোয়ায় তৃণমূল কংগ্রেসের শক্তি অনেকটাই বৃদ্ধি পাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
তবে আলেমাও চার্চিলের(Alemao Churchill) তৃণমূলে(TMC) যোগ এই প্রথম নয়। এর আগেও ২০১৪ সালে মুকুল রায়ের(Mukul Roy) হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন তিনি। সে বছর তৃণমূল প্রার্থী হয়েছিলেন তিনি। তবে ভোটে হেরে, তৃণমূল ছেড়ে শরদ পাওয়ারের(Sharad Pawar) এনসিপিতে(NCP) যোগ দেন গোয়ার এই বিশিষ্ট নেতা তথা ভারতের অন্যতম ফুটবল ক্লাব চার্চিল ব্রাদার্সের মালিক।