Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

Updated : Mar 19, 2025 17:34
|
Editorji News Desk

‘এভাবেও ফিরে আসা যায়’, গিয়েছিলেন ৮ দিনের জন্য, তারপর কেটে গিয়েছে দীর্ঘ ২৮৬ দিন। অবশেষে ঘরে ফিরলেন সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। গোটা বিশ্ব অপেক্ষারত ছিল সেই মাহেন্দ্রক্ষণের জন্য। মহাকাশ গবেষণার ইতিহাসেই এক বেনজির ঘটনা!। অবশেষে বুধবার ভোরে ভারতীয় সময় ৩টে ২৭ মিনিট নাগাদ স্পেসএক্সের মহাকাশযানে চেপে পৃথিবী ছুঁলেন সুনীতারা। ট্রাম্প এবং এলন মাস্কের যৌথ সহযোগিতায় দীর্ঘ ৯ মাস পর আটলান্টিক মহাসাগরের ফ্লরিডা সমুদ্রে অবতরণ করেছে তাঁদের মহাকাশযান। 


৯ মাস মহাকাশে বেঁচে থাকার গপ্প, যেন কার্যতই অসাধ্য সাধন। তাঁদের সঙ্গে একই মহাকাশযানে ফিরেছেন নাসার নিক হগ এবং রুশ নভশ্চর আলেকজান্ডার গর্বুনভ। তবে পৃথিবীতে প্রত্যাবর্তনের পরেও এখনই পরিবারের সঙ্গে দেখা করতে পারবেন না সুনীতারা, কাটাতে পারবেন না স্বাভাবিক জীবনও। কেন? কারণ প্রাথমিকভাবে তাঁদের রাখা হবে ক্রু- কোয়ার্টারে। চলবে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা। 


কেমন আছেন সুনীতা-বুচরা? 


দীর্ঘ ৯ মাস মহাকাশে কাটানোর পর শারীরিক নানা অবক্ষয় হয়েছে তাঁদের। মাথা ফুলেছে, সরু হয়ে দুই-পাও। তবু মহাকাশজয়ের হাসি নিয়েই যখন একে একে স্পেসএক্স থেকে একে একে বেরিয়ে এলেন সুনীতারা- সূচনা হল নতুন ইতিহাসের। প্রাথমিক ভাবে তাঁরা সুস্থ। আপাতত তাঁদের স্বাস্থ্যপরীক্ষা করা হবে ক্ষণে ক্ষণে।  

 

আসলে মহাকাশে কাজ করে না কোনও মাধ্যাকর্ষণ। ডানা ছাড়াও সুনীতারা উড়ছেন, এমন ছবি দেখে ফেলেছে বিশ্ববাসী। ধীরে ধীরে মাধ্যাকর্ষণহীন পরিবর্তনে নিজেদের মানিয়ে নিয়েছিল সুনীতাদের শরীর। কিন্তু পৃথিবীতে ফিরতেই মাধ্যাকর্ষণ শক্তির জন্য নিজেদের শরীরকে ফের প্রস্তুত করতে হবে তাঁদের। এরজন্য আগামী অন্তত ৪৫ দিন বিশেষ নজরদারিতে থাকবেন ‘মহাকাশজয়ীরা’।


হাড় এবং পেশির ক্ষয়, দৃষ্টিশক্তির সমস্যা, সহনশীলতার অভাব, ভারসাম্য বজায় রাখা- এমন নানা সমস্যার সম্মুখীন হবেন সুনীতারা। তাঁদের পৃথিবীর উপযোগী শারীরিক ভারসাম্য এবং স্বাভাবিক জীবন ফিরিয়ে দেওয়াই এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ চিকিৎসকদের কাছে। ক্ষণে ক্ষণে লিপিবদ্ধ করা হবে তাঁদের শারীরিক অবস্থা। সঙ্গে বিশেষ নজর দেওয়া হবে তাঁদের মানসিক স্বাস্থ্যের উপরেও। যতদিন না স্বাভাবিক জীবনে ফিরছেন ততদিন চলবে চিকিৎসা। 


উল্লেখ্য , মাত্র ৮দিনের কাজ নিয়ে মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনীতারা। কিন্তু না না জটিলতায় অজানা এক মহাশূন্যে আটকে পড়লেন তাঁরা। বেঁচেও রইলেন। যে স্টারলাইন ক্যাপসুলে চড়ে তাঁরা মহাকাশে পাড়ি দিয়েছিলেন সেই বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। তাই সেই বাহন পৃথিবীতে ফেরত পাঠিয়ে নিজেরা থেকে গিয়েছিলেন মহাকাশেই। দিনটা ছিল ৫ জুন, ২০২৪। দেখতে দেখতে পেরিয়ে গিয়েছে ৯ মাস। ফেরা হয়নি। তবে কথা আমেরিকার প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্প কথা দিয়েছিলেন সুনীতাদের ঘরে ফেরাবেন তিনি। কথা রেখেওছেন প্রেসিডেন্ট, সঙ্গে দুষতে ছাড়েননি প্রাক্তন বাইডেনকে। সারা দেশ তো বটেই বিশ্বজুড়েও সুনীতাদের নিয়ে উন্মাদনার শেষ নেই। একাধিক জায়গায় শুরু হয়েছে সেলিব্রেশন। রক্তমাংসের মানুষ, বিজ্ঞান আর জেদ একযোগে কিছু করলে কোনও কিছুই যে ‘ না মুমকিন’ নয়। তা ফের প্রমাণিত। 

Sunita Williams

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক

editorji | ভারত

Maha Kumbh 2025 : শিবরাত্রিতে অমৃত স্নান, সাড়ে ৬৫ কোটি মানুষের মিলনে সম্পন্ন এবারের কুম্ভ মেলা