Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

Updated : Apr 23, 2025 12:20
|
Editorji News Desk

ছুটিতে পরিবারকে নিয়ে কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন মণীশ রঞ্জন। ২২ এপ্রিল ভূস্বর্গের সৌন্দর্য উপভোগ করতে বেরিয়েছিলেন স্ত্রী পুত্রকে সঙ্গে করে। তখনও কেউ ভাবতে পারেনি চারিদিকে পাহাড় ঘেরা উপত্যকায় জঙ্গিদের গুলিতে প্রাণ হারাতে হবে মণীশকে। 

কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর অফিসার মণীশ রঞ্জন। বাড়ি পুরুলিয়ার ঝালদায়। বেশ কিছুদিন কর্মসূত্রে কাশ্মীরে ছিলেন তিনি। এবার পরিবার নিয়ে পহেলগাঁওয়ে বেড়াতে গিয়েছিলেন। আর সেখানেই স্ত্রী-পুত্রের সামনে জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছেন তিনি। 

পহেলগাঁওয়ের এই জঙ্গি হামলায় মণীশ ছাড়াও মৃত্যু হয়েছে বাংলার আরও ২ বাসিন্দার। তাঁর মধ্যে একজন কলকাতার বিতান অধিকারী। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কর্মসূত্রে ফ্লরিডানিবাসী। কলকাতায় ফিরেছিলেন গত ৮ এপ্রিল। গত বুধবার  ছুটিতে স্ত্রী-পুত্রকে নিয়ে বিতান বেড়াতে গিয়েছিলেন ভূস্বর্গে।

পরিবার-সহ বিতানের বাড়ি ফেরার কথা ছিল বৃহস্পতিবার। আর ফেরা হল না। জঙ্গিদের গুলিতে ঝাঁজরা হয়ে গিয়েছে বিতানের দেহ। ইতিমধ্যেই  বৈষ্ণবঘাটার বাড়িতে পৌঁছেছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ফোনে খবর পেয়ে তিনি মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছেন বলে জানা গিয়েছে। 

কাশ্মীরের জঙ্গি হামলায় নিহত ২৬ জন পর্যটকের তালিকায় নাম রয়েছে বেহালার সখেরবাজারের বাসিন্দা সমীর গুহর। স্ত্রী-মেয়েকে নিয়ে কাশ্মীরে ঘুরতে গেছিলেন তিনি। বুধবারই ফেরার কথা ছিল তাঁদের। আর ফেলা হল না। স্ত্রী-মেয়ে বেঁচে ফিরলেও, জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছেন সমীর।    

Kashmir

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক

editorji | ভারত

Maha Kumbh 2025 : শিবরাত্রিতে অমৃত স্নান, সাড়ে ৬৫ কোটি মানুষের মিলনে সম্পন্ন এবারের কুম্ভ মেলা