ডিমেনশিয়া (Dementia) এক ভয়ঙ্কর অসুখ। যার ফলে কাজে ভুল হয়, ব্যবহার বদলে যায় মানুষের সঙ্গে, সব সময় মনের মধ্যে চলতে থাকে দোলাচল, স্মৃতিশক্তি দুর্বল হতে থাকে।
সম্প্রতি 'অ্যালঝাইমার্স অ্যান্ড ডিমেনশিয়া' (Alzheimer’s & Dementia) জার্নালে প্রকাশিত আর্টিকলে জানা গিয়েছে যে, বয়স বাড়লে হার্টবিট যদি বেড়ে যায়, তাহলে তা ডিমেনশিয়া হওয়ার সম্ভাবনাকেও বাড়িয়ে তোলে প্রবলভাবে।
এই সমীক্ষাটি চালানোর জন্য ৬০ বছর বয়সী ২,১৪৭ জন মানুষকে বেছে নেওয়া হয়েছিল। তাঁদের হৃৎকম্পের (heart rate) মান নেওয়া হয় ১২ বছর ধরে।
সেখান থেকেই উঠে আসে এক অদ্ভুত তথ্য। প্রতি মিনিটে ৮০ বা তার বেশি হৃৎকম্প-সম্পন্ন মানুষের ডিমেনশিয়া হওয়ার সম্ভাবনা প্রতি মিনিটে ৬০ থেকে ৬৯টি হৃৎকম্প-সম্পন্ন মানুষের থেকে ৫৫ শতাংশ বেশি।