ধর্মান্তকরণের(converted to Christianity) অভিযোগ তুলে মধ্যপ্রদেশের(Madhya Pradesh) বিদিশা জেলার এক মিশনারি স্কুলে সোমবার হামলা চালাল বজরং দলের(Bajrang Dal) কর্মী সমর্থকরা। সে সময়ে স্কুলে দ্বাদশ শ্রেণীর অংক পরীক্ষা চলছিল। জানা গেছে হিন্দুত্ববাদী দলটির(right-wing goons) কর্মীদের সঙ্গে প্রায় শতাধিক স্থানীয় জনতা স্কুলের সামনে এসে স্লোগান দেয়, পাথর ছুঁড়তে শুরু করে।
যদিও এইধরণের ধর্মান্তকরণের(converted to Christianity) অভিযোগ একেবারেই নাকচ করে দেন সেন্ট জোসেফ স্কুল(Saint Joseph School) কর্তৃপক্ষ। সিসিটিভি(CCTV) ফুটেজে ধরা পরেছে বিশালসংখ্যক উন্মত্ত জনতা স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে পাথর-বৃষ্টি শুরু করে। পাথরের আঘাতে স্কুল বিল্ডিংয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পুলিশের তৎপরতায় কোনওমতে পড়ুয়া, স্কুলকর্মীদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়।
ওই বিশাল সংখ্যক জনতার বিরুদ্ধে নাশকতার অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ(Police)। অভিযুক্তদের শনাক্তকরণের কাজ চলছে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন- Maharashtra Murder : মহারাষ্ট্রে বোনের গলা কেটে নৃশংসভাবে খুন, আটক ভাই
তবে স্কুল কর্তৃপক্ষের(School Management) তরফে পুলিশের বিরুদ্ধে আগাম ব্যবস্থা না নেওয়ার অভিযোগ আনা হয়েছে। তাঁদের অভিযোগ স্থানীয় প্রশাসনকে(Local Administration) সম্ভাব্য বিশৃঙ্খলা সম্পর্কে অবগত করা হলেও সময় থাকতে ব্যবস্থা নেয়নি প্রশাসন।