শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi) জাতির উদ্দেশে ভাষণে তিন কৃষি আইন(Farm Law) বাতিলের কথা ঘোষণা করেন। কেন্দ্রের তিন কৃষি আইন প্রত্যাহার নিয়ে ট্যুইট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। ট্যুইটে তিনি লেখেন, 'আমাদের কৃষকদের শক্তি আরও বৃদ্ধি পেল। তাঁদের দীর্ঘ এবং কঠিন সংগ্রাম, তাঁদের দৃঢ়তা এবং সংকল্প, সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে তাঁদের লড়াই বিজেপিকে তার আসল জায়গা দেখিয়ে দিয়েছে।'
শুক্রবার সকালে তিন কৃষি আইন বাতিলের কথা ঘোষণার পরেই দেশজুড়ে দেখা গিয়েছে উচ্ছ্বাস। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) আগেই ট্যুইট করে জানান, এই জয় কৃষকদের জয়। এবার সেই একই কথা শোনা গেল ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) মুখেও।
আরও পড়ুন- Mamata Banerjee on Farm Law: কৃষকদের 'বিরাট জয়', অভিনন্দন মমতার, শোক 'শহীদ' কৃষকদের প্রতি
২০২০ সালের সেপ্টেম্বরে এই তিন কৃষি আইন সংসদে পাশ করানোর পর থেকেই সরব হয়েছে তৃণমূল কংগ্রেস(TMC)। বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে কৃষক আন্দোলনকে(Farmer Movement) হাতিয়ার করে যুদ্ধ জয় করেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। শুধু তাই নয়, দিল্লির সীমান্তে কৃষক আন্দোলনের পাশে থেকে বারবার কেন্দ্রকে বার্তা দিয়েছেন তৃণমূলের(TMC) একাধিক নেতৃত্ব।