বিশ্ব স্বাস্থ্য সংস্থার(WHO) মতে, গোটা বিশ্ব জুড়ে প্রায় ৪২২ মিলিয়ন মানুষ এই ডায়াবেটিসের(Diabetes) শিকার। শুধু তাই নয়, প্রতিবছর প্রায় ১.৫ মিলিয়ন মানুষ মারা যান এই রোগে। ক্রমাগত চেষ্টা চললেও এখন এই ডায়াবেটিস(Diabetes) যথেষ্টই মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।
প্রতিবছর ১৪ নভেম্বর দিনটি স্যার ফ্রেডরিক ব্যান্টিংয়ের জন্মদিনকে স্মরণ করে 'বিশ্ব ডায়াবেটিস দিবস' (World Diabetes Day) হিসাবে পালন করা হয়। ১৯২২ সালে স্যার ফ্রেডরিক ব্যান্টিং(Frederick Banting) এবং চালর্স বেস্ট (Charles Best) এই মারণরোগের ইনসুলিন(Insulin) আবিষ্কার করেন। আবিষ্কারের পর থেকেই এই ইনসুলিন লক্ষ লক্ষ জীবন বাঁচিয়েছে। আর সেই আবিষ্কারের ১০০ বছর পূর্তি হচ্ছে এই বছরে।
Covid in India : দেশে কোভিড গ্রাফ নিম্নমুখী, একদিনে করোনা আক্রান্ত ১১ হাজার ২৭১ জন
'বিশ্ব ডায়াবেটিস দিবস' (World Diabetes Day) উপলক্ষ্যে এই সচেতনতামূলক প্রচারাভিযান বিশ্বের বৃহত্তম প্রচারাভিযান, যা ১৬০টি দেশের প্রায় ১ বিলিয়নেরও বেশি মানুষের কাছে পৌঁছে গেছে। এই বছরের থিম- 'ডায়াবেটিসের যত্নের উপলব্ধি, এখন না হলে আর কবে?'
ডায়াবেটিস হল এক দীর্ঘস্থায়ী রোগ, যেখানে অগ্ন্যাশয়(Pancreas) পর্যন্ত পর্যাপ্ত ইনসুলিন উৎপাদন বন্ধ করে দেয়। সঠিক চিকিৎসার অভাবে এই রোগ শরীরকে যথেষ্ট বেগ দিতে পারে। তবে বর্তমানে নানা উপায়ে এই রোগের চিকিৎসা হয়।