রাজ্যে কোভিড(Covid 19) গ্রাফ উর্ধ্বমুখী । বুধবারও বাড়ল দৈনিক সংক্রমণ । দুদিনের মধ্যেই ৮০০-র ঘর পেরিয়ে গেল দৈনিক আক্রান্তের সংখ্যা । রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮৬৭ জন । মঙ্গলবারের তুলনায় এদিন কমেছে মৃতের সংখ্যা । মৃত্যু হয়েছে ৯ জনের ।
জেলাগুলির মধ্যে আক্রান্তের নিরিখে কলকাতা (Kolkata) এখনও শীর্ষে । কলকাতায় মঙ্গলবারের তুলনায় বুধবার অনেকটাই বেড়েছে সংক্রমণ । কলকাতায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৪৪ জন । মৃত্যু হয়েছে ২ জনের ।
Coronavirus: রাজ্যে বাড়ছে করোনা আতঙ্ক, ফের চালু হবে রাত্রিকালীন বিধিনিষেধ
উত্তর ২৪ পরগনা, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়াতেও বেড়েছে সংক্রমণ । অন্যদিকে, পজিটিভিটি রেটটাও ক্রমশ বাড়ছে । সুস্থতার হারও তেমন পরিবর্তন নেই । যা নিয়ে রীতিমতো উদ্বেগে রাজ্য সরকার ।