একদিকে কড়া নিরাপত্তায় উচ্চ-মাধ্যমিক। অন্যদিকে যাদবপুরের ঘটনাকে কেন্দ্র করে রাজ্যে ছাত্র ধর্মঘটের ডাক। এই অবস্থায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে পাওয়া গিয়েছে বিক্ষিপ্ত উত্তেজনার খবর। সকাল ১০টা থেকে শুরু হয়েছে এই বছরের উচ্চ-মাধ্যমিক পরীক্ষা। কলকাতা-সহ রাজ্যে বিভিন্ন স্কুলে সকাল থেকেই নিরাপত্তার চেহারা চোখে পড়েছে।
গত শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভের জেরে উত্তেজনা তৈরি হয়। শিক্ষামন্ত্রীর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে গিয়ে আহত হন এক পড়ুয়া। সেই ঘটনার প্রতিবাদে এদিন রাজ্যে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে বাম ছাত্র সংগঠন SFI । তার জেরে মেদিনীপুর এবং কোচবিহার থেকে প্রাথমিক ভাবে উত্তেজনার খবর পাওয়া গিয়েছে।
সকালে মেদিনীপুর কলেজে তৃণমূল এবং এসএফআই সমর্থকদের মধ্যে হাতাহাতির অভিযোগ উঠেছে। এই ঘটনায় বেশ কয়েকজন ছাত্র নেতাকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে, গত শনিবারের ঘটনায় এখনও পর্যন্ত সাত জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে।
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় চত্বরেও বাম ছাত্র সংগঠনের বিক্ষোভ দেখা গিয়েছে সকালে। পিকেটিং শুরু হয়েছে যোগমায়া দেবী কলেজেও। তবে এই প্রতিবাদ কর্মসূচির ভরকেন্দ্র যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এখনও পর্যন্ত তেমন কোনও কর্মসূচি দেখা যায়নি।