প্রতিবছর ৮ অক্টোবর দিনটি ভারতীয় বিমান বাহিনী দিবস(Indian Airforce Day) হিসেবে পালন করা হয়। এটি সেই দিন, যেদিন ভারতে বিমান বাহিনী আনুষ্ঠানিকভাবে ১৯৩২ সালে যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সের অংশ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। ২০২১ সাল হল তার ৮৯তম বার্ষিকী।
প্রতিবছরের মতো, এবছরও গাজিয়াবাদের(Ghaziabad) হিন্দান এয়ারফোর্স(Airforce) স্টেশনে এয়ার ফোর্স ডে’র প্যারেড’সহ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই প্যারেডের হলমার্ক হবে বিভিন্ন উড়োজাহাজের দ্বারা একটি বিমোহিত বায়ু প্রদর্শন।
ভারতীয় বিমান বাহিনীর মূলমন্ত্র হল "গৌরবের সাথে আকাশ স্পর্শ করুন।" এটি গীতার একাদশ অধ্যায় থেকে উদ্ভূত, মহাভারতের মহান যুদ্ধের সময় অর্জুনকে শ্রীকৃষ্ণের দেওয়া বক্তৃতা। এই নীতিবাক্যকে সামনে রেখে, ভারতীয় বিমান বাহিনীর লক্ষ্য হল মহাকাশ শক্তি প্রয়োগের মাধ্যমে প্রতিপক্ষকে জয় করা।