করোনার চোখরাঙানি আছেই, তবুও উৎসবের এই কটা দিন কী এত বিধিনিষেধ মানা যায়? গত দু'বছর ধরে লকডাউনে জেরবার মানুষ বন্দিদশা কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরছেন। মহানবমীতেই বাংলার বিভিন্ন প্রান্তে দেখা গেল উৎসবমুখরতার সেই পরিচিত ছবি।
সানসাইন গ্রীন কমপ্লেক্সের পুজো এ বার চারবছরে পা দিল। গত দু বছরের তুলনায় এবার প্রায় স্বাভাবিক পরিস্থিতিতে কিছুটা হলেও যেন ছন্দে ফিরেছেন ঐ আবাসনের বাসিন্দারা। রাজ্য সরকার অনুষ্ঠান করার অনুমতি না দিলেও নিজেদের মতো করেই পুজোর দিনগুলো কাটাচ্ছেন তাঁরা। শিশুরাও মেতে উঠেছে আবাসনের এই উৎসবে। তারাও যেন ফিরে পেয়েছে মুক্তির স্বাদ।
তবে সময় দ্রুত ফুরিয়ে আসছে। হাতে আর মাত্র কয়েক ঘন্টা। তারপরই বিদায় জানাতে হবে মাকে। আবার শুরু হবে অপেক্ষার পালা। আর তাই যেন এখন থেকেই বাঙালির মনে কোথাও হলেও বিষাদের একটা সুর যেন শোনা যাচ্ছে।