পরিচালক এসএস রাজামৌলির(SS Rajamouli) বহু প্রতীক্ষিত ছবি আরআরআর(RRR) । এই বিগ বাজেটের ছবি নিয়ে বেশ উৎসাহ তৈরি হয়েছে সিনেপ্রেমীদের মধ্যে । সব ঠিক থাকলে নতুন বছরের শুরুতেই মুক্তি পাবে ছবি । সম্প্রতি, প্রকাশ্যে এলো ছবির 'জননী'(Janani) গানের মিউজিক ভিডিয়ো ।
গানের সুরে, প্রতিটা কথায় শুধু আবেগ, আর যন্ত্রণা ফুটে উঠেছে । গানের দৃশ্যে সিপাহী বেশে দেখা গিয়েছে রামচরণকে । তাঁর চোখে শুধু আতঙ্ক, ব্যথা আর অসহায়তা । গানের অধিকাংশ দৃশ্যে যুদ্ধের কিছু টুকরো হৃদয়বিদারক মুহূর্ত ফুটে উঠেছে ।
আরও পড়ুন, Aranyak Trailer Out : ওয়েব সিরিজ 'আরণ্যক'-এ রয়েছে এই বাংলা উপন্যাসের ছায়া, দেখুন ট্রেলার
‘আরআরআর’ (RRR), তেলুগু উপজাতি নেতা আল্লুরি সীতারাম রাজু এবং কোমারাম ভীমের সংগ্রামের উপর ভিত্তি করে একটি কাল্পনিক গল্প । রামচরণকে সীতারামের ভূমিকায় দেখা যাবে । ছবিতে অভিনয় করছেন আলিয়া ভাট ও অজয় দেবগন । ২০২২ সালের ৭ জানুয়ারি ছবিটি মুক্তি পাবে ।