ধারাবাহিক মানেই নতুন নতুন টুইস্ট, নতুন নতুন চমক । চলতি সপ্তাহে আপনাদের অন্যতম দু'টি প্রিয় ধারাবাহিকে কী হতে চলেছে, চলুন জেনে নিই ।
জগদ্ধাত্রী-
অপ্রতিরোধ্য জ্যাস সান্যাল । একটা সময় মাসের পর মাস বেঙ্গল টপার ছিল সিরিয়াল । কিন্তু, আড়াই বছর পরেও 'জগদ্ধাত্রী' ধারাবাহিকের জনপ্রিয়তা এতটুকুও কমেনি । এখনও প্রথম পাঁচে নিজের জায়গা ধরে রেখেছে জ্যাস, স্বয়ম্ভূরা । বর্তমানে দুই ভূমিকায় দেখা যাচ্ছে নায়িকা অঙ্কিতা মল্লিককে । একইসঙ্গে মা ও মেয়ের চরিত্রে অভিনয় করছেন । জগদ্ধাত্রীর মতোই তার মেয়ে দুর্গারও দুরন্ত অ্যাকশন দেখতে পাচ্ছেন দর্শকরা । এবার বড় চমক আসতে চলেছে ধারাবাহিকে । অবশেষে মুখোমুখি হতে চলেছে স্বয়ম্ভূ ও দুর্গা । জি বাংলার তরফে ধামাকাদার ও অ্যাকশন ভরপুর একটি প্রোমো সম্প্রতি প্রকাশ্যে আনা হয়েছে ।
প্রোমোতে দেখা যাচ্ছে, জগদ্ধাত্রীকে কিডন্যাপ করে তাকে খুন করার পরিকল্পনা করে গুন্ডার দল । হুইলচেয়ার-এ থাকা অসহায় জ্যাস সান্যালকে রড দিয়ে মারতে যায় গুন্ডারা । তখনই সাইকেল নিয়ে এন্ট্রি হয় দুর্গার । সিঙ্ঘম স্টাইলে গুন্ডাদের কবল থেকে জগদ্ধাত্রীকে উদ্ধার করে দুর্গা । তারপরই সেখানে আসে স্বয়ম্ভূ । দুর্গাকে দেখে সে চমকে যায় । কৌশিকি জানায় আসল সত্যিটা । অবশেষে দেখা হতে চলেছে বাবা-মেয়ের । এই বিশেষ দৃশ্যটা দেখার জন্য বহুদিন ধরে অপেক্ষায় ছিলেন দর্শকরা । শেষপর্যন্ত অপেক্ষার অবসান হতে চলেছে ।
বর্তমানে ধারাবাহিকে কৌশিকির মেয়ে কাঁকনের বিয়ের পর্ব দেখানো হচ্ছে । তবে, বিয়েতে বড় বিভ্রাট । পাত্র কিডন্যাপ হয়ে গিয়েছে । নেপথ্যে দিব্যা সেন । দিব্যার ষড়যন্ত্রে কি হেরে যাবে কৌশিকি ? কাঁকনের বিয়ে কি ভেঙে যাবে ? তবে, মুশকিল আসানের জন্য তো দুর্গা আছেই । জ্যাস সান্যালের থেকেও তীক্ষ্ণ বুদ্ধি আর মারকাটারি অ্যাকশনে প্রায় কয়েকগুণ এগিয়ে দুর্গা । আপাতত, বাবা-মেয়ের দেখা কবে হয়, সেই অপেক্ষাতেই দর্শকরা ।
মিঠিঝোরা-
মিঠিঝোরা ধারাবাহিকেও বড় মোড় আসতে চলেছে । ইতিমধ্যেই ধারাবাহিকে এন্ট্রি হয়েছে নতুন চরিত্রে । জানা গিয়েছে, নীলুর নায়ক হিসেবেই দেখা যাবে মৈনাককে । ইতিমধ্যেই ধারাবাহিকের প্রোমো প্রকাশ্যে এসেছে । সেখানে দেখা যাচ্ছে, রাইয়ের সাধের অনুষ্ঠান দেখা হয়েছে । তারপরেই নীলুর এন্ট্রি প্রোমোতে । রাইয়ের বিরুদ্ধে ফের ষড়যন্ত্রের পরিকল্পনা করতে দেখা যায় তাকে । সেইসময় মৈনাকের সঙ্গে তার দেখা । তাহলে কি দু'জনে একসঙ্গে রাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে ? নীলুকে ভাল পথে নিয়ে যাবে নতুন নায়ক ? ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বড় চমক আসতে চলেছে ।