Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

Updated : Apr 30, 2025 18:57
|
Editorji News Desk

নায়ক-খলনায়িকার প্রেম । হয় বটে ! সিরিয়ালে এমন কাহিনি অনেক । তা বলে বিয়ে ! সেটাও অসম্ভব কিছু নয় । নায়ক যে খলনায়িকার প্রেমেই মশগুল । সে যতই ষড়যন্ত্র করুক না কেন । তাই নায়িকাকে পাত্তা না দিয়েই বিয়েটা অবশেষে সেরেই ফেললেন ফুলকি-র রোহিত । পাত্রী ফুলকি-র সতীন শালিনী । যদিও সতীন, খলনায়িকা...সবই ওই লাইট-ক্যামেরা-অ্যাকশন দুনিয়াতেই । বাস্তবে তো প্রেমটা হয়েছে অভিষেক আর শার্লির মধ্যে । গত কয়েকমাস ধরেই টলিপাড়ায় গুঞ্জন ছিল, প্রেম করছেন দু'জনে । দিন দু'য়েক আগেই দু'জনের আইবুড়োভাতের ছবিও ভাইরাল হয় । এবার ক্যামেরার সামনে একেবারে বর-বউ সেজেই ধরা দিলেন অভিষেক-শার্লি । মঙ্গলবার রাতেই আইনি মতে বিয়ে সেরে ফেলেছেন তারকা জুটি ।

দক্ষিণ কলকাতার এক ব্যাঙ্কোয়েটে অভিষেক-শার্লির বিয়ের আসর বসেছিল । সকাল থেকে বিয়ের সমস্ত আচার একসঙ্গেই পালন করেছেন । বিয়ের সকালে অভিষেক পরেছিলেন বেগুনি রঙের পাঞ্জাবি ও সাদা পায়জামা । গোলাপি শিফন-জর্জেটের শাড়ি ও কনট্রাস্ট করা ব্লাউজ পরেছিলেন । কানে, গলায়, হাতে মানানসই গয়না । চোখ ফেরানো যাচ্ছিল না শার্লির দিক থেকে । বিয়ের রাতে আর পাঁচজনের মতো লাল বেনারসিতে সাজেননি শার্লি । আইভরি ও অ্যাশ রঙের লহেঙ্গা-চোলিতে নিজেকে সাজিয়েছেন অভিনেত্রী । বিয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হন তাঁরা । সিঁদুরে রাঙা সিঁথি, নববধূ শার্লির দিক থেকে চোখ সরাতে পারছিলেন না অভিষেক । শার্লির চোখে ছিল জল । যাকে বলে আনন্দাশ্রু । শার্লির জন্য বিশেষ গানও ডেডিকেট করেন অভিষেক । অভিষেক-শার্লি দু'জনেই পাহাড়প্রিয় মানুষ । তাই হানিমুনে পাহাড়ে যাওয়ারই প্ল্যান করছেন । কিন্তু, এখনও জায়গা ঠিক করে উঠতে পারেননি । 

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিষেক জানান, মহেন্দ্র সিং ধোনির ফ্যান তিনি । তাই কথা কম কাজ বেশিতে বিশ্বাসী তিনি । অভিষেক বলেন, "বিয়ের সকাল থেকেই একসঙ্গে সব আনন্দ মনের মধ্যে ছিল । কীভাবে রিয়্যাক্ট করব বুঝতে পারছিলাম না ।" এদিকে, কথা বলতে গিয়ে গলা ধরে আসছিল শার্লির । অভিনেত্রী বলেন, 'রেজিস্ট্রি পেপারে সই করার সময় হাত কাঁপছিল । বাবা-মার চোখেও জল ।"

বিয়েতে নিমন্ত্রিত ছিলেন টেলি দুনিয়ার বহু তারকা । শুটিংয়ের পর বিয়ের আসরে পৌঁছে যান ফুলকি-র কলাকুশলীরাও । ফুলের তোড়া হাতে ঢুকতে দেখা যায় জন ভট্টাচার্যকেও । বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনিন্দিতা রায় চৌধুরী, মিশমি দাস, দিব্যাণী মণ্ডল থেকে সুদীপ সরকার, আভেরি সিংহ রায়, দেবমাল্য ও আরও অনেককে ।

বিয়ের মেনুতে কী কী ছিল জানেন ? চাইনিজ, মুঘলাই খাবার যেমন লাচ্ছা পরোটা, পাঁঠার মাংস...বাঙালি মানে মাছ তো থাকবেই, ছিল পনিরও । শেষ পাতে ছিল বেকড রসগোল্লা, আইসক্রিম ।  

কীভাবে প্রেমে পড়লেন অভিষেক-শার্লি ?

জানা গিয়েছে, দু'জনের ভাঙা মনই একে অপরকে কাছাকাছি এনেছে । দীর্ঘদিন সুরভীর সঙ্গে সম্পর্কে ছিলেন অভিষেক । কোনও রাখঢাক ছিল না তাঁদের সম্পর্কে । সোশ্যাল মিডিয়ায় জুড়ে শুধু তাঁদের রোম্যান্টিক ছবি । কিন্তু, হঠাৎ একদিন সেসব ছবি সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলেন তাঁরা । গুঞ্জন ছড়ায়, বিচ্ছেদ হয়েছে । অন্যদিকে,দীর্ঘ সাত বছরের সম্পর্কে ইতি টানেন শার্লিও। ভাঙা মনই দু'জনের হৃদয় জুড়ে দেয় । প্রথমে বন্ধুত্ব, তারপর মন দেওয়া-নেওয়া । 

সুরভীর আগেও অভিষেকের জীবনে ছিলেন টেলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী দিয়া মুখোপাধ্যায় । একসঙ্গে ধারাবাহিক 'সীমারেখা'-তে কাজ করেছেন । সেখান থেকেই মন দিয়ে ফেলেন । এরপর 'নেতাজি' ধারাবাহিকেও একসঙ্গে কাজ করেছেন । বিভিন্ন পার্টি, অনুষ্ঠানেও একসঙ্গে ক্যামেরাবন্দী হয়েছেন । কিন্তু, সময়ের সঙ্গে সঙ্গে দূরত্ব বাড়ে দু'জনের । প্রেম ভাঙল । তারপরই শোনা গেল সুরভী-অভিষেকের প্রেমের গুঞ্জন । সেই প্রেমেও ভেঙে যায়...তবে, শেষপর্যন্ত শার্লির মধ্যেই অভিষেক খুঁজে পেলেন জীবনসঙ্গীকে ।   

Abhishek

Recommended For You

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ

editorji | বিনোদন

Manoj Kumar : দেশাত্মবোধক সিনেমার জন্য বাড়ি বিক্রি করেন মনোজ কুমার ! শেষজীবনে পেতে হয় যন্ত্রণা