এক টানেতে যেমন তেমন
দুই টানেতে রুগী
তিন টানেতে রাজা উজীর
চার টানেতে সুখী
বোঝা গেল। উৎসবের মরশুমে যেমন তেমন নয়, কিঞ্চিৎ সুখিই হতে চেয়েছে বাঙালি। পুজোয় (Durga Puja 2021) রেকর্ড পরিমাণ আয় করল রাজ্যের আবগারি দফতর। উৎসবের দিনগুলিতে রাজ্যে মদ বিক্রি হয়েছে প্রায় ৪০৪ কোটি টাকার। ১ অক্টোবর থেকে ১২ অক্টোবর পর্যন্ত ৭২০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে রাজ্যজুড়ে। যার জন্য আবগারি কর বাবদ আয় হয়েছে ৫৫০ কোটি টাকা। দেশি মদ ১.৪৬ কোটি লিটার, বিদেশি মদ ৩৭.৯৩ লাখ লিটার এবং বিয়ার ৪৩.৭৪ লাখ লিটার বিক্রি হয়েছে।
গতবছরের তুলনায় এ বছর কয়েকগুণ বেশি টাকার মদ বিক্রি হয়েছে রাজ্যজুড়ে। এবার দশমী পড়েছিল শুক্রবার। তবে শুক্রবার ড্রাই ডে হলেও পুজো উপলক্ষে মদের দোকান খোলা ছিল। খোলা ছিল বারও। কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও মদ বিক্রির পরিমাণ গত বছরের পুজোর দিনগুলির তুলনায় বেশ খানিকটা বেড়েছে। সব থেকে বেশি মদ বিক্রি হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়।