দুর্গাপুজো যেমন বাঙালির আবেগ, রবীন্দ্রনাথ ঠাকুর তেমনি বাঙালির গর্ব । রবীন্দ্র কবিতা, গান আজও একইরকম প্রাসঙ্গিক । দুর্গাপুজোর সময় মণ্ডপে মণ্ডপে যেমন আধুনিক গান বাজে, তেমনই রবীন্দ্রসঙ্গীতও কিন্তু মাস্ট । এমনকী, থিমও হচ্ছে বিশ্বকবিকে নিয়ে । বারুইপুরের একটি পুজো মণ্ডপের এবারের থিম কবিগুরুর পাঠশালা ।
শিক্ষাব্যবস্থা নিয়ে কবিগুরুর ভাবনা-চিন্তা, দর্শন যেন অন্য পর্যায়ের । তারই প্রতিফল তাঁর স্বপ্নের বিশ্বভারতী । শান্তিনিকেতনে গাছের তলায় তাঁর পাঠশালা বসত । সেইসময় তো দোয়াত-কালির চল ছিল । বারুইপুরের ফুলতলা পিয়ালি টাউন বিধান স্মৃতি সংঘের মণ্ডপটি প্রতীকী দোয়াত-কালিতে সেজে উঠেছে । পুজা কমিটির সদস্য বিপ্লব দাস বলেন, "কবিগুরুর পাঠশালায় বিদ্যাসাগর যেমন রয়েছে, তেমনই কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্তও থাকছে তাঁদের বইয়ের সম্ভার নিয়ে ।"
ফুলতলা পিয়ালি টাউন বিধান স্মৃতি সংঘের পুজো এবার ৪৯ তম বর্ষে পদার্পণ করেছে । তাঁদের এই অভিনব থিম নজর কাড়ছে দর্শনার্থীদের । তাই ভিড়ও হচ্ছে পুজো মণ্ডপে ।