সংবিধান দিবসের (Constitution Day) অনুষ্ঠান বয়কট করল সংসদের ১৪টি বিরোধী দল। শুক্রবার পার্লামেন্টের সেন্ট্রাল হলে (Parliament Central Hall) এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi), রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ramnath Kovind) ছাড়াও বিজেপি সাংসদরা যোগ দেন এই অনুষ্ঠানে। সংবিধান দিবসে দেশের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ (Rajendra Prasad) ও সংবিধানের প্রণেতা বি আর আম্বেদকরকে (BR Ambedkar) শ্রদ্ধা জানানো হয়।
সংবিধান দিবস নিয়ে শুক্রবার সকালে একটি টুইট করেন প্রধানমন্ত্রী। ১৯৪৮ সালের ৪ নভেম্বর সংবিধান নিয়ে আম্বেদকরের বক্তব্যের একটি খসড়া শেয়ার করেন তিনি।
শুক্রবার সংবিধান দিবসের অনুষ্ঠান বয়কট করা নিয়ে বিরোধীদের এক হাত নিয়েছে কেন্দ্র সরকার। জানানো হয়েছে, অনুষ্ঠানে যোগ না দিয়ে সংবিধানের অবমাননা করেছেন বিরোধীরা।
২০১৫ সাল থেকে প্রত্যেক বছর ২৬ নভেম্বর সংবিধান দিবস পালন করা হয়। ১৯৪৯ সালের ২৬ নভেম্বর প্রথম সংবিধানের প্রস্তাব আনা হয়। ১৯৫০ সালের ২৬ জানুয়ারি থেকে শুরু সংবিধান কার্যকরী হয়।