প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) সর্বোচ্চ নাগরিকের (Highest Civilian) সম্মান ‘গাদাগ পেল গি খোরলো’ দেওয়ার ঘোষণা ভুটান সরকারের। শুক্রবার এই ঘোষণা করলেন ভুটানের রাজা (King of Bhutan) জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক।
ভুটানের রাজা জানান, "ভারতের সঙ্গে আমাদের নিঃশর্ত বন্ধুত্বের সম্পর্ক আছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনকালে বছরের পর বছর ভুটানকে সাহায্য করছে ভারত। করোনা আবহে ভুটানের পাশে দাঁড়িয়েছিল ভারত সরকার।"
আরও পড়ুন: বিজয় দিবসে শহিদ জওয়ান ও বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী
ভুটানের প্রধানমন্ত্রী দফতরের (Bhutan PMO) পক্ষ থেকেও ফেসবুক পোস্টে জানানো হয়েছে, "গাদাগ পেল গি খোরলো প্রাপক হিসেবে নরেন্দ্র মোদীর নাম ঘোষণা করায় আমরা অত্যন্ত আনন্দিত। রাজা উল্লেখ করেছেন, বছরের পর বছর ধরে মোদীজি ভুটানের সঙ্গে নিঃশর্ত বন্ধুত্ব বজায় রেখেছেন এবং আমাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। বিশেষ করে করোনার সময় তিনি আমাদের সাহায্য করেছেন। এই পুরস্কার তাঁর প্রাপ্য ছিল।"