২০২০-র এপ্রিলে শেষবার নিজের টুইটারের প্রোফাইল পিকচার বদল করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার ঠিক দেড় বছরের মাথায় আবার প্রোফাইল ছবি বদলে ফেললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
২০২০-র প্রোফাইল ছবি যেমন বার্তা দিয়েছিল করোনার বিরুদ্ধে লড়াইয়ের। এ বার সেই লড়াইয়ে ‘জয়ের বার্তা’ দিতেই ফের নিজের প্রোফাইল ছবি বদলালেন তিনি।
বৃহস্পতিবারই ভারত ১০০ কোটি টিকাকরণের মাইলফলক ছুঁয়েছে। চিনের পর বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছে ভারত। বৃহস্পতিবার এই কৃতিত্ব অর্জনের পরই মোদী তাঁর টুইটারের প্রোফাইল ছবি বদলান।
PM Modi Live: করোনার টিকাকরণে ঐতিহাসিক সাফল্য নতুন যুগের সূচনা, বললেন প্রধানমন্ত্রী
নতুন এই প্রোফাইলে টিকার একটি শিশি অলঙ্কৃত করা। এবং তার উপরে লেখা ‘অভিনন্দন ভারত! ১০০ কোটি কোভিড ১৯ টিকা দেওয়া হল।’ এর আগে দেশবাসীর উদ্দেশে বক্তৃতা করেন প্রধানমন্ত্রী।