দিনের পর দিন করোনায় (Coronavirus) আক্রান্ত রোগীদের লাশ গুনতে গুনতে ক্লান্ত হয়ে পড়েছিলেন কানপুরের এক চিকিৎসক। তার উপর ওমিক্রনের (Omicron) আতঙ্ক! করোনাজনিত আতঙ্ক থেকে 'মুক্তি দিতে' স্ত্রী-সন্তানদের খুন (Murder) করলেন তিনি। তারপর হোয়াটসঅ্যাপে গোটা ঘটনার বিবরণ লিখে পাঠালেন ভাইকে। কানপুরের এই ঘটনায় শোরগোল শুরু হয়েছে দেশজুড়ে।
স্ত্রী-সন্তানদের মেরে ফেলার আগে অভিযুক্ত খুন করার আগে হোয়াটসঅ্যাপে বার্তা দিয়েছিলেন, ‘লাশ গুনতে গুনতে আমি ক্লান্ত। ওমিক্রনের সংক্রমণ থেকে কেউ রেহাই পাবে না। এমন পরিস্থিতির যাতে শিকার না হতে হয়, তাই ওদের মুক্তি দিচ্ছি।’
চিকিৎসকের এ ধরনের বার্তা পেয়েই ঘটনাস্থলে ছুটে যান তাঁর ভাই। তিনি গিয়ে দেখেন একটি ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন তাঁর বৌদি। অন্য ঘরে ভাইপো-ভাইঝি। এর পরই তিনি পুলিশে খবর দেন।
Team India: ওমিক্রন আতঙ্কে পিছিয়ে যাচ্ছে কোহলিদের দক্ষিণ আফ্রিকা সফর, সিদ্ধান্ত হল কলকাতায়
পুলিশ জানিয়েছে, স্ত্রীকে শ্বাসরোধ করে এবং দুই সন্তানকে হাতুড়ি দিয়ে মাথার খুলি ফাটিয়ে খুন করেছেন চিকিৎসক। ঘটনার পর থেকেই তিনি পলাতক। ঘরে একটি ডায়েরি মিলেছে। তাতে লেখা, 'এখন থেকে আর লাশ গুনতে হবে না। করোনা সবাইকে মারবে।’