মণিপুরে অসম রাইফেলসের(Assam Rifles) কনভয়ে জঙ্গি হামলায় কম্যান্ডিং অফিসার বিপ্লব ত্রিপাঠী, তাঁর স্ত্রী ও পুত্র ঘটনাস্থলেই মারা যান। মায়ানমার(Mayanmar) লাগোয়া মণিপুরের চূড়াচন্দ্রপুর এলাকায় এই হামলায় মারা গেছেন আরও ৩ জওয়ান।
Most Polluted City: বিশ্বের সর্বাধিক দূষিত শহরের প্রথম দশে কলকাতা, এক নম্বরে রাজধানী দিল্লি
এর পেছনে মণিপুরের নিষিদ্ধ জঙ্গি সংগঠন(Terrorist Group) পিপলস্ লিবারেশন আর্মির(PLA) হাত রয়েছে বলে প্রাথমিক অনুমান সেনার। এই নারকীয় ঘটনার তীব্র নিন্দা করেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী(Manipur CM) বীরেন সিং। তিনি এই ঘটনাকে 'কাপুরুষোচিত হামলা' বলে উল্লেখ করেছেন।
বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ট্যুইটে মণিপুরের এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনি লিখেছেন, "মণিপুরে অসম রাইফেলসের কনভয়ে ঘটা এই জঘন্য হামলার তীব্র নিন্দা জানাই। এটা অত্যন্ত বেদনাদায়ক যে আমরা এক কর্ণেল ও তার পরিবার সহ মোট পাঁচজন সাহসী সৈনিককে হারালাম।" এর পাশাপাশি তিনি শোকাহত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।