'গোয়া লিবারেশন ডে'(Goa Liberation Day) উপলক্ষ্যে গোয়ার(Goa) প্রতিটি নাগরিককে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর(PM Narendra Modi) গোয়া সফরের আগেই শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ 'গোয়া লিবারেশন ডে'-এর(Goa Liberation Day) অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে নরেন্দ্র মোদীর(Narendra Modi)। সেখানে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর(PM of India)।
১৯৬১ সালের ১৯ ডিসেম্বর পর্তুগিজ শাসকের হাত থেকে ভারতীয় সেনাবাহিনী(Indian Army) গোয়াকে(Goa) মুক্ত করে। আন্তর্জাতিক চাপের মুখে পড়েও পিছু হঠেননি তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু(PM Jawharlal Neheru)। নয়াদিল্লির নির্দেশে দ্রুত গোয়াকে(Goa) পর্তুগিজ শাসনমুক্ত করে ফেলার ছক কষে ভারতীয় সেনাবাহিনী(Indian Army)। তাঁদের পরিকল্পিত 'অপারেশন বিজয়' সাফল্য পায় এই ১৯ ডিসেম্বর। তারপর থেকে প্রতিবছর অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে গোয়ার(Goa) মানুষ এই দিনটিকে পালন করে চলেছে।
আরও পড়ুন- Dev on politics and Mamata: ২০২৪ -এ ভোটে দাঁড়াতে চান না, সাংসদ হওয়া নিয়ে আফসোস দেবের
চলতি মাসেই গোয়া(Goa) সফরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। আবার ২৬ ডিসেম্বের গোয়া(Goa) যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে বেশকিছু কর্মসূচি রয়েছে তাঁর। তবে অভিষেকের(Abhishek Banerjee) গোয়া যাত্রার আগেই প্রধানমন্ত্রীর(Naredra Modi) গোয়া সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।