দুদিনের সফরে বাণিজ্যনগরী মুম্বইয়ে (Mumbai) গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই দুদিনে একাধিক কর্মসূচিতে যোগ দেবেন তিনি। এদিন তৃণমূল কংগ্রেসের (AITC) পক্ষ থেকে মুম্বইয়ে তাঁর সফর সূচি ঘোষণা করা হয়।
মঙ্গলবার মুম্বই পৌঁছেই সন্ধে ছটার সময় মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে যাবেন সিদ্ধিবিনায়ক (Siddhi Vinayak Temple) মন্দিরে। সেখান থেকে ৬টা ৪৫ মিনিটে যাবেন মুম্বইয়ের শহিদ টুকারাম ওম্বেল মেমোরিয়ালে। ২৬/১১ জঙ্গিহানায় নিহতদের শ্রদ্ধা জানাবেন তিনি। এরপর সাড়ে সাতটায় শিবসেনার (Shivsena) সঙ্গে বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
উর্দ্ধব ঠাকরে হাসপাতালে ভর্তি আছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে আসবেন তাঁর ছেলে আদিত্য ঠাকরে (Aditya Thakrey)। ট্রিডেন্ট হোটেলে আদিত্য ঠাকরে ও সঞ্জয় রাউতের (Sanjay Raut) সঙ্গে বৈঠক করবেন তিনি। বুধবার এনসিপি নেতা শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর একটি বাণিজ্য সম্মেলনে বক্তৃতা রাখবেন তিনি।
আরও পড়ুন- Tathagata Roy: বঙ্গ বিজেপিতে রয়েছে পিকের ভাড়া করা লোক, টুইটে চাঞ্চল্যকর দাবি তথাগত রায়ের
মঙ্গলবার বিকেলে মুম্বই যেতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee) স্বাগত জানাতে শিবসেনা(Shiv Sena) এবং NCP দলের প্রথম সারির নেতারা উপস্থিত থাকতে পারেন বলে জানা গিয়েছে।