নভেম্বর মাস লাং ক্যানসার(Lung Cancer) সচেতনতা মাস। ফুসফুসের ক্যানসারের কারণ এবং সম্ভাব্য সমস্যা নিয়ে মানুষকে সচেতন করতেই বিশেষ একটা মাস পালন। ফুসফুসের ক্যানসারে আক্রান্ত রোগী এবং তাঁর পরিবারের অভিজ্ঞতা শোনা, কঠিন এই লড়াইয়ে তাঁদের পাশে দাঁড়ানোও এই মাস পালনের অন্যতম প্রধান একটি উদ্দেশ্য।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু(WHO) জানিয়েছে, ক্যানসার ঘটিত মৃত্যুর ৩০ থেকে ৫০ শতাংশই কিছু কিছু পদক্ষেপ করলে আটকানো সম্ভব। একেবারে প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে ক্যানসার আক্রান্ত হয়েও সুস্থ থাকা সম্ভব।
আরও পড়ুন, বায়ুদূষণে দীর্ঘমেয়াদী ক্ষতি হয় শিশুদের, হতে পারে হার্টের অসুখও
ফুসফুসের ক্যানসারের কারণ
লাং ক্যানসারের সবচেয়ে প্রচলিত কারণটি হল দীর্ঘকাল যাবত ধূমপানের (Prolonged smoking) অভ্যেস। লম্বা সময় ধরে প্যাসিভ স্মোকিং(Passive smoking) এর শিকার যারা, তাঁদেরও এই রোগে আক্রান্ত হয়ার সম্ভবনা থাকে। এছাড়া পারিবারিক ধারা, র্যাডন গ্যাসের প্রভাব, কার্সিনোজেনের প্রভাবেও ফুসফুসের ক্যানসার হতে পারে।
এ ছাড়া ক্রমবর্ধমান বায়ুদূষণের(Air Pollution) কারণেও ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি ক্রমশ বাড়ছে।