বুধবার তামিলনাড়ুর কুন্নুরে বায়ুসেনার (IAF) কপ্টার ভেঙে মৃত্যু হয়েছে গ্রুপ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত (Bipin Rawat) ও তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত (Madhulika Rawat) সহ মোট ১৩ জনের। এই কপ্টার দুর্ঘটনায় একমাত্র জীবিত গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং (Varun Singh)। ওয়েলিংটনের সেনা হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি।
২০২০ সালে আকাশপথের আপৎকালীন অবস্থার (aerial emergency) সময় তেজস যুদ্ধবিমানকে রক্ষা করার জন্য এই বছর স্বাধীনতা দিবসের দিন তাঁকে শৌর্যচক্রে সম্মানিত করা হয়। বুধবার বরুণের সুস্থতা কামনা করে টুইট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)।