বসতি এলাকায় হানা চিতাবাঘের। সন্ধেবেলা নিজের বাড়ির বাইরে বসেছিলেন এক মাঝবয়সী মহিলা। হঠাৎ পিছন থেকে ঝাঁপিয়ে পড়ে চিতাবাঘ। হাতের লাঠি দিয়ে দু'ঘা দিতেই পালাল চিতা। কোনও গভীর জঙ্গলের ঘটনা নয়। বানিজ্য নগরী মুম্বইয়ের আরে কলোনির একটি সিসি ক্যামেরায় এই দৃশ্য ধরা পড়েছে। আক্রান্ত মহিলার নাম নির্মলাদেবী সিং।
এর আগেও মুম্বইয়ের এই এলাকায় চিতাবাঘ দেখা গেছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এই সপ্তাহে এই নিয়ে তৃতীয়বার জঙ্গল থেকে চিতা বসতি এলাকায় হানা দেয়। নির্মলাদেবী সন্ধে নাগাদ তাঁর বাড়ির বাইরে বসেছিলেন। চারদিকের আলো কম ছিল। চলাফেরার কষ্টের জন্য তাঁর হাতে লাঠি ছিল। অন্ধকারে হঠাৎ পিছন থেকে লাফ দিতে দেখা যায় চিতাটিকে। দু-তিনবার সেই লাঠি চালাতেই ভয় পেয়ে পালায় চিতাটি। তাঁর আর্তনাদ শুনে ছুটে আসেন স্থানীয় লোকজন।
সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক সংলগ্ন এই অ্যারে কলোনিতে এর আগেও চিতাবাঘ এসে হানা দিয়েছে। স্থানীয় সূত্রে খবর, সামান্য আহত হয়েছেন নির্মলাদেবী। তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়েছে।