নিয়ম মেনেই অষ্টমীর পুজো চলছে কৃষ্ণনগর রাজবাড়ির দুর্গাপুজোয় । এদিন, কুমারী পুজোও হয় । তারপর বাড়ির সদস্যরা একে একে অঞ্জলি দেন । অঞ্জলি দিতে ভিড় করেন দর্শনার্থীরা । কোভিড বিধি মেনেই অঞ্জলি দেওয়া ব্যবস্থা করা হয়েছে রাজবাড়িতে ।
কৃষ্ণনগর রাজবাড়ির পুজোর একটা বিশেষত্ব রয়েছে প্রতিমায় । অন্যান্য প্রতিমার মতোই দেবী দশভূজা । একচালা প্রতিমার পিছনে আঁকা থাকে দশমহাবিদ্যা । আর এখানকার দুর্গা রাজরাজেশ্বরী হিসাবে পরিচিত । তবে মা দুর্গার বাহন সিংহ নয় । এখানে ঘোটকের উপর আসীন দেবী ।
প্রত্যেক বছর এই রূপেই পূজিত হন দেবী । এটাই এই রাজপরিবারের ঐতিহ্য । এখনও সেই ঐতিহ্য ধরে রেখেছেন পরিবারের সদস্যরা ।