আজ দীপাবলি, আলোর উৎসব। বাঙালির একান্ত নিজের কালীপুজো আজ। ঘরে ঘরে জ্বলে উঠবে প্রদীব, জ্বলবে মোমবাতি৷ সারা বছরের আঁধার মুছে ফেলে আলোকমালায় সেজে উঠুক জীবন- এই প্রত্যাশায় আনন্দে ভরে উঠুক আলোর উৎসব।
দীপাবলি উপলক্ষ্যে ভারতবাসীকে শুভেচ্ছা জানিয়েছে রাষ্ট্রসংঘ। বৃহস্পতিবার সকালে টুইট করে United Nations জানিয়েছে, অশুভের বিরুদ্ধে শুভশক্তির বিজয়ের প্রতীক হিসাবে এই দিনে জ্বালানো হয় মাটির প্রদীপ।
করোনা আবহে কালীপুজোর ভিড় নিয়ে সতর্ক প্রশাসন। মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশে জারি হয়েছে নিষেধাজ্ঞা। বলা হয়েছে, কোভিড সংক্রান্ত বিধিনিষেধ মেনে করতে হবে পুজো। অন্যদিকে, বহু টানাপোড়েনের পর মিলেছে পরিবেশবান্ধব বাজি বা গ্রিন ক্র্যাকার্স ব্যবহারের ছাড়পত্র।