রবিবার সন্ধেয় অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়বে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় গুলাব ৷ এমনটাই জানিয়েছে মৌসম ভবন ৷গুলাবের ঝাপটায় এরাজ্যেও উপকূলীয় অঞ্চলে জারি হয়েছে কড়া সতর্কতা।
দীঘা,শঙ্করপুর,মন্দারমণিতে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। মাইকিং চলছে দক্ষিণ ২৪ পরগনার বকখালিতেও। অন্ধ্র উপকূলে (Andhra Pradesh Coastal Area) জারি হয়েছে বিশেষ সতর্কতা।
সাইক্লোন (Cyclone Gulab) নিয়ে একাধিক সতর্কতা জারি করেছে মৌসম ভবন (IMD) ৷ দুই রাজ্যেই রবিবার থেকে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের প্রভাবে জোরদার বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে।
পশ্চিমবঙ্গ উপকূল (West bengal Coastal Area) থেকে গুটিগুটি পায়ে এগোচ্ছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় গুলাব ৷ এখনও পর্যন্ত এর গতিবেগ ঘণ্টায় ৭ কিমি ।
মৌসম ভবন জানিয়েছে উত্তর উপকূলীয় অন্ধ্র প্রদেশে খুব ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তেলেঙ্গানা, ওড়িশা এবং ছত্তিশগড়েও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।