পুজোর (durga puja 2021) আগে খুশির খবর দেশ তথা রাজ্যের পর্যটনে। ভারতীয় পর্যটকদের জন্য দরজা খুলল নেপাল। পাশাপাশি ভারতের অন্যতম রাজ্য মেঘালয়ও শীতঘুম কাটিয়ে আবার পর্যটকদের জন্য দরজা খুলে দিতে চলেছে। তবে এই দু'ক্ষেত্রেই রয়েছে শর্ত। কোভিডের দুটি ডোজ কিংবা আরটিপিসি-আর (RTPC-R) টেস্টের নেগেটিভ রিপোর্ট থাকলে তবেই নেপাল এবং মেঘালয়ে প্রবেশে মিলবে শিলমোহর। তবে রাজ্য হিসেবে মেঘালয় স্থল যোগাযোগে নিষেধাজ্ঞা বিলোপ করলেও নেপাল কিন্তু এখনও স্থল সীমান্তে নিষেধাজ্ঞা কায়েম রেখেছে। ত্রিভুবন বিমানবন্দর থেকে অ্যারাইভাল ভিসা দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে নেপাল ট্যুরিজম (Nepal tourism) বোর্ড। ফলে সড়ক পথে না হলেও আকাশপথে পর্যটকরা নেপালে বেড়াতে যেতে পারবে।