কৃষি আইন (Farm Laws) প্রত্যাহার করা হয়েছে ঠিকই, কিন্তু এখনও ধোঁয়াশা রয়ে গিয়েছে আন্দোলনকারী কৃষকদের নামে যে মামলাগুলি দেওয়া হয়েছে, সেগুলির ভবিষ্যৎ নিয়ে৷ আন্দোলন করতে গিয়ে যে সব কৃষক গ্রেফতার হয়েছেন, যাঁদের বিরুদ্ধে মামলা চলছে তাঁদের কী হবে, তা অস্পষ্ট।
দিল্লি পুলিশের (Delhi Police) এক সূত্র বলছে, এই মামলার তদন্ত জারি থাকবে। এমনকি বেশ কয়েকটি ক্ষেত্রে UAPA আইনে মামলাও হয়েছে। সরকার যদি মনে করে মামলা তুলবে তা হলে আদালতে হলফনামা জমা দিয়ে তা তুলে নিতে পারে। কিন্তু তা করা হবে কিনা, তা এখনও অস্পষ্ট।
গত ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সংসদে হিসেব দিয়েছিল কৃষি আন্দোলনে শুধুমাত্র দিল্লিতেই ৩৯টি মামলা দায়ের হয়েছে। ২০২০-র সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে ওই মামলাগুলি হয় দিল্লি সীমানায় আন্দোলনস্থলে। হরিয়ানা সরকার জানিয়েছে, আন্দোলনকারী কৃষকদের বিরুদ্ধে ১৩৬টি মামলা দায়ের হয়েছে।
Farm Laws Repealed: কৃষি আইন রদ, কৃষকদের সমর্থনে পথে বামেরা
সংযুক্ত কিসান মোর্চার দাবি, যমুনানগর, অম্বালা, কারনাল, সিরসা, কুরুক্ষেত্র, ঝাঁঝর, সোনিপত-সহ হরিয়ানার একাধিক জায়গায় আড়াই হাজার কৃষকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। অন্য একটি সূত্রের দাবি, কৃষক আন্দোলনে ১০ হাজারের কাছাকাছি কৃষকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।