বনেদি বাড়ির পুজোর ব্যাপারই আলাদা । এক এক পরিবারের এক একরকমের রীতি-নীতি । যা সত্যিই অভিনব । তেমনই দুর্গাপুরের গোপালমাঠের রায় বাড়ির পুজো । প্রায় ৩০০ বছরের পুরানো এই পুজোর ঐতিহ্য এখনও ধরে রেখেছেন বর্তমান রায় বাড়ির সদস্যরা । নিয়ম মেনেই সপ্তমীর সকাল থেকে পালন করা হচ্ছে সমস্ত আচার-অনুষ্ঠান । নবপত্রিকা স্নান, পালকিতে নিয়ে আসা, মেয়েদের সিঁদুর খেলা সবটাই পালন হল নিয়ম মেনে ।
এই পরিবারের পুজোর একটা বিশেষত্ব হল সপ্তমীর দিন সিঁদুর খেলা । প্রতি বছরই সিঁদুর খেলার অনুষ্ঠান রাখা হয় । এবারও তার অন্যথা হয়নি । সপ্তমীর সকালে প্রথমেই নবপত্রিকা স্নান করানো হয় । তারপর ঢাক, কাসর-ঘণ্টা বাজিয়ে পালকিতে নিয়ে আসেন রায় পরিবারের ছেলেরা । এরপরই বাড়ির মহিলাদের সিঁদুর খেলা শুরু হয় । গ্রামের আশেপাশের মহিলারাও সিঁদুর খেলায় অংশ নেন । প্রত্যেক বারের মতো এদিন হাসি ঠাট্টায় সিঁদুর খেলায় মেতে ওঠেন রায় পরিবারের মহিলারা ।
বছরে তো একবারই আসে দুর্গাপুজো । পুজোর এই কয়েকদিন পরিবারের সবাই একসঙ্গে হন । তাই একসঙ্গে খাওয়া-দাওয়া, আনন্দ অনুষ্ঠানের মধ্যে দিয়ে উৎসবের মেজাজে মেতে উঠেছে রায় পরিবার ।