বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো । এই চারটে দিনের জন্য সারাবছর অপেক্ষা করে থাকে বাঙালি । তাই কোভিড আবহেও উৎসবের রঙকে ফিকে করতে চাইছেন না কেউ । ষষ্ঠীর দিনে মণ্ডপে মণ্ডপে ভিড় সেকথাই বলছে । উত্তর থেকে দক্ষিণ, সব পুজো মণ্ডপেই মানুষের ঢল নেমেছে । রাত বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় আরও বাড়বে বলে মনে করা হচ্ছে ।
দক্ষিণ কলকাতার অন্যতম বড় পুজো বড়িশা ক্লাবের দুর্গাপুজো । সকাল থেকেই মণ্ডপে ভিড় । নিয়ম অনুযায়ী, দূর্ থেকেই প্রতিমা দর্শন চলছে । সেইসঙ্গে চলছে সেলফি তোলা । কারও মুখে মাস্ক আছে, তো কারও মুখে মাস্ক নেই । একই ছবি উত্তরের অন্যতম বিখ্যাত পুজো সন্তোষমিত্র স্কোয়্যার ।সকালে তো ভিড় ছিলই । সন্ধে হওয়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে শুরু করেছে ।
দক্ষিণ কলকাতার সুরুচি সংঘ, ত্রিধারা থেকে উত্তর কলকাতার টালা পার্ক, কাশীবোস লেনেও একই ছবি । তবে সবথেকে বেশি ভিড় হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপে । কলকাতায় বুর্জখলিফা দেখার আকর্ষণ ছাড়তে চাইছে না মানুষ । চতুর্থী, পঞ্মী থেকেই ভিড় হচ্ছে । ষষ্ঠীতে ভিড় আরও বেড়েছে । মোট কথা করোনার আতঙ্ককে দূরে সরিয়ে মানুষ উৎসবের আনন্দে মেতে উঠেছে ।