তারাপীঠে মা তারার অধিষ্ঠান । কালীপুজো তো বটেই, প্রতিবছর এখানে দুর্গাপুজোও হয় । কিন্তু, কোনও দুর্গা মূর্তি পুজো করা হয় না । মা তারাকেই দুর্গা রূপে পুজো করা হয় এখানে । আজ অষ্টমীর দিন তারাপীঠ মন্দিরে চলছে মায়ের পুজো ।
এদিন মন্দিরে মহাযজ্ঞের আয়োজন করা হয় । যজ্ঞের সরঞ্জামে লাগছে পাঁচ রকম ফুল,ফল,পাঁচ রকম মিষ্টি, ২০ কিলো ঘি, এক কুইন্টাল বেল কাঠ ও বেলপাতা । মন্দিরের সমস্ত সেবাইতরা এই মহাযজ্ঞে অংশগ্রহণ করে ।
এরপর সন্ধিপুজো হবে । সন্ধি পুজোয় পাঁচটি পাঁঠা বলি করা হয় । তার সঙ্গে চালকুমড়ো বলি দেওয়ার নিয়ম আছে ।