উৎসবের মরশুম শেষ। হেমন্তের খাঁ খাঁ বিষণ্ণতা। এমন সময় এল দেব দীপাবলি(Deb Deepabali)। প্রচলিত বিশ্বাস, এ দিন দেবতাদের আলোর উৎসব উদযাপনের দিন। দীপাবলির ১৫ দিন পর কার্তিক পূর্ণিমার রাতে দেবতারা নেমে আসেন ধরাধামে, পুণ্যতোয়া গঙ্গায় স্নান করেন তাঁরা।
বাংলায় কীভাবে চালু হল জগদ্ধাত্রী পুজো, জানুন ইতিহাস
তাই এই সন্ধায় নতুন করে সেজে ওঠে কাশির সমস্ত গঙ্গা ঘাট। লক্ষ লক্ষ মাটির প্রদীপ জ্বলে ওঠে সব ঘাট।
বিষ্ণু পুরাণ মতে এই দিন ভগবান নারায়ণ মৎস্য অবতারের রূপ নিয়েছিলেন। এই দিনে যারা গঙ্গায় প্রদীপ জ্বালাতে পারেন না, ঘরের কোণটুকু অন্তত আলো জ্বালিয়ে রাখেন সবাই, তাঁদের আরাধ্য দেবতার পথে যেন আঁধার না ঘনায়, এই ভেবে।