বোসপুকুর শীতলা মন্দির। দক্ষিণ কলকাতার অন্যতম নামী পুজো। তাঁদের এ বছরের থিম বেশ অভিনব। থিমের নাম টান। নামেই সুখটান, কিন্তু আসলে তা সর্বনাশা।
নেশা বিরোধী, তামাক সেবন বিরোধী সামাজিক সচেতনতা ছড়াতেই এমন থিমের ভাবনা।
কয়েক হাজার কলকে দিয়ে বানানো হয়েছে মণ্ডপ। একই শব্দের অর্থ অনেক। তাই টান কিন্তু শুধুই কলকের টান নয়, মাটির টান, সম্পর্কের টান। মণ্ডপজুড়ে সাজানো কলকের মধ্যেই দেবীর অবস্থান।
করোনার কারণে এই পুজোতে নানা বিধিনিষেধ থাকছেই। দর্শনার্থীদের মাস্ক পরে বেরনোর বার্তা দিচ্ছেন পুজো উদ্যোক্তারা। মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশানুমতি না থাকলে রাস্তা থেকেও যাতে দেবি দর্শন করা যায়, তাই এবছর অনেকটা এগিয়ে আনা হয়েছে মণ্ডপ।