বাঙালি পুজোয় ঘুরবে, আর পেটপুজো করবে না তা কি হয়? আর তার ওপর সেই খাবার যদি হয় বনেদী বাড়ির খাবার? তবে তো আর কথাই নেই। হ্যাঁ, এমনই এক আয়োজনের কথা ভেবেছে কলকাতার কয়েকটি ফুড ডেলিভারি সংস্থা।
মহাপঞ্চমী থেকে মহানবমী, বিভিন্ন বাঙালি পদ পরিবেশনের পাশাপাশি, একটি করে বনেদি বাড়ির পুজোর পদ থালিতে রাখছে 'আনাড়ি' বলে একটি সংস্থা। আনাড়ির পাঁচদিনের এই পেটপুজোর মেনুর প্রতিদিন থাকবে এক এক রকমের দেশী ধানের চাল। এর সাথে প্রতিদিন থাকবে একটা করে বনেদি বাড়ির সাবেকি পদ। হোম ডেলিভারি এবং টেক অ্যাওয়ের সুবিধা আছে৷ অর্ডার দিতে যোগাযোগ করুন- ৯৮৩১০০২১১০ অথবা ৯০৩৮৫৮৫৬৮৩ নম্বরে।
বনেদি বাড়ির পদের মধ্যে থাকছে, শিবপুর রায়চৌধুরী বাড়ির কলার বড়ার পায়েস, গিরিশ ভবনের ছানার কালিয়া, চোরবাগানের চট্টোপাধ্যায় পরিবারের ভেটকি মাছের ঘণ্ট, রানি রাসমণির পরিবারের পেরাকির পায়েস। একেকটি পদ থাকছে একেক দিনের মেনুতে। কবে কী মেনু থাকছে, ফোন করতে পারেন উপর্যুক্ত নম্বরে।
এছাড়াও ইয়োটো(yotto) নামে একটি ফুড ডেলিভারি অ্যাপও পুজোর পাঁচদিন পশ্চিম বাংলার বিভিন্ন জায়গায় পুজোর রেডিমেড ভোগ পৌঁছে দিচ্ছে ঘরে ঘরে। এছাড়াও সন্তোষপুর লেক পল্লির মতো সর্বজনীন পুজোর ভোগও পৌঁছে দিচ্ছে এই ফুড ডেলিভারি অ্যাপ। ভোগ পৌঁছে দেওয়া হচ্ছে স্থানীয়দের কাছে।