তিনটি কৃষি আইন (Farm laws) রদ করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এতে সরকারের 'পিছু হটা' দেখছেন বিরোধী নেতারা। তবে শীর্ষ বিজেপি নেতারা প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের টুইট (Amit Shah), প্রধানমন্ত্রী একজন আদর্শ রাষ্ট্রপ্রধানের মতো সিদ্ধান্ত নিয়েছেন। তিনি প্রমাণ করলেন, দেশবাসীর উন্নয়ন বাদে তাঁর কোনও লক্ষ্য নেই।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) কথায়, "প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত। তবে কৃষি আইন থাকলে কৃষকের রোজগার বাড়ত। আমরা বোঝাতে পারিনি।"
Farm Laws: আন্দোলনের বিরাট জয়, সিঙ্ঘু সীমান্তে উদযাপন শুরু কৃষকদের
বিজেপি সভাপতি জেপি নড্ডার (JP Nadda) মতে, প্রধানমন্ত্রী কৃষকদের কথা কতটা গভীরে গিয়ে চিন্তা করেন, এই সিদ্ধান্ত তারই প্রমাণ।