বড়দিনেও কার্যত গরমে হাঁসফাঁস করেছে বাঙালি। শীতকে তো কেউ কেউ বসন্ত কাল বলেও ‘গালমন্দ’ করতে ছাড়েননি। ডিসেম্বরে ছাড় মিললেও, নতুন বছরের শুরুতেই হুড়মুড়িয়ে পড়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা। আর এই কনকনে ঠান্ডাতেই হাড়হিম হয়ে গিয়েছে রাজ্যবাসীর। আর শীতের আমেজ গায়ে মাখতে মাখতেই নিত্য নতুন মজার মজার মিম হচ্ছে ভাইরাল।
কেউ মজাদার মিম বানিয়ে লিখছেন ‘ কাল পর্যন্ত শীত ছিল, আজ তো শীতের চোদ্দ গুষ্টি চলে এসেছে ‘, আবার কেউ বা শেয়ার করেছেন, ‘পশ্চিমবঙ্গে আছি না সুইজারল্যান্ডে বুঝতে পারি না। ‘ অন্যদিকে শীতকাল আর স্নান দুটির ঘোর বিরোধ। কেউ কেউ তো শীতে স্নান করাটাকে অপরাধ বলেও মনে করতে শুরু করেছেন। তারা লিখছেন, ‘আমি যখন বড়লোক হবে , আমার হয়ে স্নান করার জন্য লোক রাখব’। আর এই ‘দমকা’ শীতের বাড়বাড়ন্ততে মিমগুলি দারুণ ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।