ঢাকের তালে কোমর দোলে! তবে, তা তো মানুষের! সাম্প্রতিক একটি গবেষণা বলছে, শুধু মানুষই নয়, সুরের তালে কোমর দোলায় এমনকি ইঁদুররাও! তা মাইকেল জ্যাকসনের 'থ্রিলার'-ই হোক বা কুইনের 'উই উইল রক ইউ' কিংবা লেডি গাগা'র যে কোনও গান! কার্টুন চরিত্র জেরির মতোই বাস্তবের ইঁদুররাও যে নাচতে পারে দিব্যি, তা জেনে রসিকদের মনে পুলক জাগবে বইকি!
টোকিয়ো বিশ্ববিদ্যালয়ের কয়েকজন বৈজ্ঞানিকের এই সাম্প্রতিক গবেষণার রিপোর্ট নিয়ে রীতিমত হইচই পড়ে গিয়েছে। জানা গিয়েছে, একেবারে মানুষের মতোই ইঁদুররাও গানের তালে পা দোলায়। আনন্দে উচ্ছ্বসিত হয়। দশটি ইঁদুরের ওপর এই পরীক্ষা চালিয়ে দেখা গিয়েছে, তারা সবথেকে বেশি আপ্লুত হয়ে ওঠে লেডি গাগা আর মেরুন ফাইভের গান বেজে উঠলে।
শুধু পা-ই নয়, সেই ইঁদুর বাবাজীবনরা রীতিমত মাথা দুলিয়ে নাচতে আরম্ভ করেছে গানের তালে, এমনটা দেখে অবাকই হয়ে যান ওই বৈজ্ঞানিকরা। গানের গতি বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়তে থাকা ওই ইঁদুরদের মাথা নাড়ানোর গতি। ১৩২ বিট প্রতি মিনিটে বাজা গানের গতির সঙ্গে ঠিকভাবে তাল রাখতে পারছিল ওই ইঁদুররা, জানাচ্ছে গবেষকদের দল।
ওই বিশ্ববিদ্যালয়ের তরফে একটি ভিডিয়ো শেয়ার করা হয়। দেখুন সেই ভিডিয়োটি।