শীতকাল (Winter) মানেই রকমারি ফলের বাহার। এই কয়েকটা মাস বাড়িতে বা অফিসে কমলালেবু (Orange) খাওয়ার অভ্যাস কম বেশি সকলেরই আছে। তবে, কমলা লেবু খেয়ে খোসাটা ফেলে দেন অনেকে। কিন্তু আপনি কী জানেন ওই কমলালেবুর খোসা (Orange Peel Benefits) পরিচর্যার জন্য ভীষণ উপকারী।
কী কী কাজে লাগে কমলালেবুর খোসা?
দাঁত সাদা রাখতে - দাঁত ঝকঝকে রাখতে কমলা লেবুর জুড়ি মেলা ভার। সকালে ঘুম থেকে উঠে কমলালেবুর খোসা দিয়ে দাঁত ঘষুন। এতে দাঁত সাদা এবং শক্ত হবে।
এছাড়াও কমলালেবুর খোসা বেটে কিছুক্ষণ দাঁতে লাগিয়ে রাখতে পারেন। বা ওই বাটা দিয়ে দাঁত মাজলেও দাঁত সাদা ঝকঝকে থাকে।
ব্রণ কমাতে- কমলালেবুর খোসা ত্বকের জন্য অত্যন্ত উপকারী। কমলালেবুর খোলা শুকিয়ে গুঁড়ো করে নিতে হবে। পড়ে তা মুসুর ডালের সঙ্গে মিশিয়ে লাগালে ব্রণর সমস্যা কম হয়। কিন্তু কখনও সরাসরি কমলালেবুর খোসা ত্বকে ব্যবহার করা উচিত নয়।
আরও পড়ুন- কাঁচা, সিদ্ধ নাকি রান্না করা, ব্রকোলি কীভাবে খেলে মিলবে উপকার ?
ট্যান দূর করতে- রোদে পোড়া অর্থাৎ ত্বকের ট্যান দূর করতে কমলালেবুর খোসার গুঁড়োর সঙ্গে লেবুর রস আর চন্দন মিশিয়ে মাখলেই ত্বকের উজ্জ্বলতা ফিরে আসবে।