বাঙালির ঘরে ঘরে সন্তানের মঙ্গল কামনাতেই 'ষষ্ঠী' পালন করা হয় । তা জামাই বাবাজীবনও তো সন্তানের মতোই । তাই জৈষ্ঠ্য মাসে বাঙালির ঘরে ঘরে পালন করা হয় 'জামাই ষষ্ঠী' । ঠিক যেমনভাবে আজ পালিত হচ্ছে । সকাল থেকেই বাজারে বাজারে ভিড় । থলে ভর্তি সবজি, মাছ, মাংস নিয়ে তড়িঘড়ি বাড়ি ফিরছেন শ্বশুর মশাই । ওদিকে, রান্নাঘরে তোড়জোড় শুরু হয়ে দিয়েছেন শাশুড়িরা । জামাই আদরে যেন কোনও খামতি না থাকে ! কোথাও আবার জামাই আদর হবে রেস্টুরেন্টেই কিংবা কোথায় বেড়াতে গিয়ে । কেউ আবার বাধ্যতামুলক জুম কলেই সারতে হচ্ছে উদযাপন ।
শাশুড়িরা ষষ্ঠীর দিন জামাইকে আম, জাম, লিচু, কাঁঠালের মতো ফল ভর্তি থালা সাজিয়ে দেন । কপালে দইয়ের ফোঁটা দিয়ে আশীর্বাদ করেন । এদিন, জামাইকে নতুন বস্ত্র উপহার দেওয়ার রীতি রয়েছে । সেই সঙ্গে জামাইও শাশুড়িকে প্রণামী হিসেবে শাড়ি উপহার দেন । তারপর খাওয়া-দাওয়ার মাধ্যমে চলে উদযাপন । আজকাল তো আবার জামাইষষ্ঠীর পাশাপাশি বৌমাষষ্ঠীও পালন করা হয় ।
প্রত্যেক বছরের মতো এবারও জামাইষষ্ঠীর দিন হাফ বেলা ছুটি দিয়েছে রাজ্য সরকারের । তাই, সরকারি চাকুরে জামাইদের রসনাতৃপ্তিতে কোনও খামতি হবে না তা বলাই যায় । বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরিরত জামাইদের ছুটি নেওয়াটাই একটু সমস্যা হয়ে যায় । সে যাই হোক, শত ব্যস্ততার মধ্যেই কিন্তু 'জামাই আদর'-এর জন্য ঠিক সময় বের করে নেন জামাইরা । আর এভাবেই প্রতি বছর জমে উঠুক উদযাপন, বেঁধে বেঁধে থাক সম্পর্কগুলো ।