দুর্ধর্ষ হায়দ্রাবাদী বিরিয়ানি খেতে চান মাত্র দু'টাকার বিনিময়ে? এমনই দুর্দান্ত অফার দিচ্ছে হায়দ্রাবাদের 'নাইডু গারি কুণ্ডা বিরিয়ানি' নামে একটি মাল্টি কুইজিন রেস্তোরাঁ। হায়দ্রাবাদ ছাড়াও গড়চিরৌলি, দিলসুখনগর-সহ একাধিক জায়গায় শাখা আছে এই দোকানের। ক্রেতাদের মাত্র দু'টাকায় বিরিয়ানি খাওয়াচ্ছেন তাঁরা। তবে একটিমাত্র শর্তে৷ দাম মেটাতে হবে দু'টাকার নোটে। রেস্তোরাঁর মালিক জে মনোহর বলেছেন, এখনও পর্যন্ত তাঁরা ১২০টি ২ টাকার নোট পেয়েছেন।
এর আগে ক্রেতাদের উদ্দেশে তাদের 'বাহুবলী থালি' খাওয়ার চ্যালেঞ্জ দিয়েছিল এই রেস্তোরাঁ। এই থালিতে চিকেন বিরিয়ানি, চিংড়ির কারি, সেজুয়ান নুডল-সহ ৩০টি পদ থাকে। মোটামুটি চারজনের ভরপেট খাবার৷ থালির দাম ১৯৯৯ টাকা। যাঁরা মাত্র ৩০ মিনিটে সবকটি পদ খেতে পারবেন, তাঁদের দেওয়া হবে ১ লক্ষ টাকা। এখনও পর্যন্ত মাত্র ৭ জন এই চ্যালেঞ্জ জিতেছেন।