রসুনের একাধিক উপকারিতা রয়েছে। রসুন খাওয়া স্বাস্থ্যের জন্য ভাল, কিন্তু সমস্যা একটাই। রসুন খেলেই সারা শরীর এবং মুখ দিয়ে বের হতে থাকে বিদঘুটে গন্ধ। যা সহ্য করা বেশ কঠিন। মুখ থেকে রসুনের গন্ধ দূর করার একটি দারুন টোটকা শেয়ার করেছেন ডাঃ মেগান রসি।
Turmeric Water: সকাল বেলা এক কাপ হলুদ জল! ম্যাজিকের মতো কাজ করবে, জানেন?
চিকিৎসক জানান মুখের গন্ধ দূর করতে পুদিনা বা চ্যুইং গাম খাওয়ার প্রয়োজন নেই। রসুন খাওয়ার পর একটি আপেল খেলে মুখের গন্ধ উধাও হয়ে যাবে। আপেলের মধ্যে থাকা রাসায়নিকগুলি রসুনের সালফার যৌগের সাথে মিথস্ক্রিয়া করে, যার ফলে মুখের গন্ধ উধাও হয়ে যায়।