থাইরয়েড গ্রন্থিতে (Thyroid Gland) কোভিডের (Covid19) দীর্ঘকালীন প্রভাব ? সম্প্রতি, এক গবেষণায় দেখা গিয়েছে, থাইরয়েড গ্রন্থিতে কোভিড-১৯ সংক্রমণের প্রভাব (Covid Effect on Thyroid Gland) এক বছরের পরেও থাকতে পারে । সম্প্রতি, ২৪তম ইউরোপীয় কংগ্রেস অফ এন্ডোক্রিনোলজিতে গবেষণাটি উপস্থাপন করা হয় ।
মানুষের বৃদ্ধি, বিকাশ, শারীরবৃত্তিক আর বিপাকীয় নানা ক্রিয়া-প্রক্রিয়ার জন্য এই গ্রন্থি থেকে নিঃসৃত থাইরয়েড হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । গবেষণার জন্য, গবেষকরা হাসপাতালে ভর্তি হওয়া ১০০ জনেরও বেশি কোভিড রোগীকে পরীক্ষা করেছেন । থাইরয়েড গ্রন্থির উপর কোভিড আদৌ কোনও প্রভাব ফেলে কি না, সেটা আরও ভালভাবে বোঝার জন্য তাঁদের টিএসএইচও পরীক্ষা করা হয় ।
আরও পড়ুন, Ghee Coffee : ভূমি পেদনেকারের ফিট থাকার সিক্রেট ঘি-কফি ? জেনে নিন এই কফির উপকারিতা ও রেসিপি
গবেষকরা থাইরয়েড গ্রন্থির কার্যকারিতা এবং কোভিড-১৯ সংক্রমণের মধ্যে একটি স্পষ্ট যোগসূত্র লক্ষ্য করেছেন । তাঁরা আরও দেখেছেন, যাদের কোভিডের গুরুতর উপসর্গ রয়েছে, তাঁদের ক্ষেত্রে কোভিড বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে থাইরয়েডের কার্যকারিতাকে প্রভাবিত করতে পারে ।