পুজোর ঠিক আগে সল্টলেকের সিটি সেন্টারে শুরু হল পাটের উৎসব। উদ্যোক্তা ভারত সরকারের কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রক (মিনিস্ট্রি অফ টেক্সটাইল)। আট দিনের 'জুট ফেস্টিভ্যাল'-এ রয়েছে পাট থেকে তৈরি বিভিন্ন সামগ্রীর বিপুল সম্ভার।
পাটের তৈরি জিনিস একদিকে পরিবেশবান্ধব, অন্যদিকে ভীষণ ফ্যাশনেবল। ফ্যাশনিস্তাদের কাছে পাটের পণ্যের চাহিদা ক্রমশই বাড়ছে। সেই কথা মাথায় রেখেই সিটি সেন্টারে বসল পাটের ব্যাগ, মূর্তি, খেলনা, গয়নাগাটির বিপুল সম্ভার।
কেনাকাটার মাঝে চাকুম চুকুম, রইল গড়িয়াহাটের পাঁচ ক্যাফের হদিশ
৭ তারিখে শুরু হয়েছে জুট ফেস্টিভ্যাল। চলবে ১৪ তারিখ পর্যন্ত। উদ্যেক্তারা বলছেন, স্থানীয় উৎপাদকের কাছ থেকেই কেনাকাটি করুন, পাশে থাকুন গ্রামীণ কারিগরদের। সেই সঙ্গে পরিচিত হন পাটের সমৃদ্ধ ঐতিহ্যের সঙ্গে।পুজোয় কেনাকাটি হোক দেদার, তার নেপথ্যের ভাবনাটা যদি একটু গভীর হয়, মন্দ কী!