কেনাকাটার মাঝে চাকুম চুকুম, গড়িয়াহাটের পাঁচ ক্যাফের হদিশ

By Editorji News Desk
Published on | Oct 10, 2023

রোস্টারি ক্যাফে

কলকাতার অন্যতম সেরা কাফে। হিন্দুস্তান পার্কে সাউথ ইন্ডিয়ান ক্লাবের ভিতরে। বহু ধরনের কফি, সঙ্গে অসাধারণ স্ন্যাকস। না গেলে মিস করবেন।

Image Credit: facebook

ওয়াইজ আউল

পূর্ণ দাস রোডে আজাদ হিন্দ ধাবা পেরিয়ে কয়েকপা হাঁটলেই ওয়াইজ আউল। দক্ষিণ কলকাতার আড্ডার জনপ্রিয় ঠিকানা৷ এদের প্ল্যাটার ট্রাই করতেই পারেন।

Image Credit: facebook

বাইলুম ক্যাফে

হিন্দুস্তান পার্ক রোডের বাইলুম কাফেতে অন্য খাবারের পাশাপাশি পাবেন মনকাড়া বাঙালি ডিশ। রান্না অতুলনীয়৷ লাঞ্চ বা ডিনারের জন্যও যেতে পারেন।

Image Credit: facebook

ট্রাইব ক্যাফে

গোলপার্ক-গড়িয়া রুটের অটো যেখান থেকে ছাড়ে, ঠিক তার পিছনেই ট্রাইব কাফে। অনেকখানি স্পেস নিয়ে তৈরি। দারুণ পরিবেশ। সঙ্গে লা জবাব খাবার আর ড্রিংকস।

Image Credit: facebook

বোনাফিল ক্যাফে

হিন্দুস্তান পার্কে সাহা টেক্সটাইলের বিপরীতে প্রয়াত কবি, লেখিকা নবনীতা দেবসেনের বাড়ির একতলায় বুনাফিল কাফে। বড্ড সুন্দর, ছিমছাম পরিবেশ। চা অসাধারণ।

Image Credit: facebook