বৃষ্টিতে ভিজলে জ্বর-সর্দি অবধারিত। কিন্তু জানেন কি বৃষ্টির জল পান করলে সারতে পারে একাধিক রোগ? আয়ুর্বেদ চিকিৎসক রেখা রাধামণির কথায়, বৃষ্টির জলে থাকা অ্যালকালাইন সারায় হজম কিংবা পেটের সমস্যা। এছাড়া এই উপাদান শরীরে অ্যান্টি-অক্সিডেন্টের কাজ করে, যার ফলে পিএইচ ক্যানসার কোষের বৃদ্ধি হ্রাস পায়। এছাড়াও বৃষ্টির জল গায়ে মাখলে ঘামাচি এবং ত্বকের জ্বালা দূর হয়। দু'চামচ সংরক্ষিত বৃষ্টির জল রোজ পান করলে পাকস্থলীর সমস্যা দূর হয়।
World No Tobacco Day: ধূমপান ছাড়তেই যত সমস্যা? কী করবেন জানুন
তবে বৃষ্টির জল সংরক্ষণের ক্ষেত্রে কিছু জিনিস মাথায় রাখতে হবে। এই জল তামার পাত্রে সংরক্ষণ করা উচিৎ। এক্ষেত্রে কয়েকদিন অনবরত বৃষ্টি হলে, তবেই সংরক্ষণ করা উচিৎ। তবে যে সমস্ত এলাকায় দূষণের পরিমাণ বেশি, সেসব জায়গায় এই দাওয়াই হিতে বিপরীত ঘটাতে পারে। তাই দূষিত এলাকার বৃষ্টির জল পানের অযোগ্য।